View Allটিপস এবং ট্রিকস

সময় নির্ধারণ করে আপনার ব্লগার ব্লগে অটো পোস্ট করান ।

বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে টিপস শেয়ার করতে যাছি সেটা খুব সাধারন একটা টিপস অভিজ্ঞ অবশ্যই যানবে কিন্তু নতুন ব্লগার বন্ধুরা হয়তো জানেন না তাই আমার আজকের এই পোস্ট । ব্লগার ব্লগে অনেক সুন্দর সুন্দর টিপস লুকিয়ে আছে কিন্তু আমাদের না জানার কারনে আমার সেই সকল সুবিধা গুলো উপভোগ করতে পারিনা । যেমন আজকে আমি আপনাদের সাথে যে টপিক নিয়ে পোস্ট করছি পোস্ট এর শেষ অনেকেই ভাববেন এতো সোজা জিনিসটা আগে কেন জানতে পারিনি । সে যাই হোক আমার হেডলাইন দেখে হয়তো অনেকেই বুজতে পারেন নি "সময় নির্ধারণ করে আপনার ব্লগার ব্লগে অটো পোস্ট করান" এটা আবার কি ??

বন্ধুরা ভয় পাবেননা আসতে আসতে সেটাতেও আসছি । সময় নির্ধারণ করে আপনার ব্লগার ব্লগে অটো পোস্ট করান এটা হল ধুরুন আপনি কোন একটি পোস্ট লিখেলেন কিন্তু আপনি চাইছেন সেই পোস্টটিকে আজকে না ২ কিংবা ৩ দিন পর পোস্ট করবেন কিন্তু এর মধ্যে হয়তো আপনি নেট বা পিসিতে বসতে পারবেন না তখুন আমার এই টিপস আপনার কাজে আসবেই । ব্লগার এর এই সুবিধার ফলে আপনি চাইলে আপনি যে পোস্ট ২ কিংবা ৩ দিন পোস্ট করতে চান সেটা সেই দিনে সেই সম্যেই হবে যেটা আপনি সেট করে রাখবেন তায় অটো কিভাবে নীচের টিপস দেখুন ।



✔ কাজটি করার জন্য আপনার ব্লগ লগইন করেনিন এবার আপনি আপনি একটি নতুন পোস্ট করুন । আশাকরি আপনার পোস্ট লিখা হয়েগেছে যানি এত তাড়াতাড়ি পোস্ট লিখা সম্ভব না । যাই হোক টেস্ট করার জন্য টি হয়েছে এবার পোস্ট বক্সের ডান পাশে দেখুন Schedule এ ক্লিক করুন তারপর Set date and time এ ক্লিক করে আপনি আগামী কবে পোস্ট রিলিজ করাতা চান সেই ডেট সিলেক্ট করে দিন তারপর Done বাটনে ক্লিক করুন । ব্যাস হয়েগেল এবার Publish এ ক্লিক করে পোস্ট করুন । এটা Schedule হিসাবে পোস্ট হবে এবং আপনি যে সময় সেট করেছেন ঠিক সেই সময়ে পোস্ট হএয় যাবে । নীচের ভিত্রে দেখুন ।





✔ ব্যাস আশাকরি সব বুজতে পেরেছেন । আর কাজটি খুব একটা কঠিননা তাই বুঝতে সমস্যা হবারও কোন কারন নেই । যাই হোক তাও কারও কথাই বুজতে সমস্যা হলে আমাকে যানাবেন । আর হা এই পোস্টটি অনেকেরি যানা থাকতে তাই আমার পোস্ট শুধু মাত্র নতুন দের জন্য ।



✔ তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে এই রকম নতুন কিছু আজকের এই পোস্টটি আপনাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন । ভালো থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্‌ হাফেজ ।
Read More »

ফেসবুক সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্য আপনি জানেন কি?

ফেসবুক ! ফেসবুক ! ফেসবুক !
ফেসবুক এমন এক বড় প্রতিষ্ঠান, এমন এক আশ্চর্যজনক ওয়েব সাইট, অনেকের কাছে আবার তাঁর জীবনেরও অংশ! এর রয়েছে অনেক মজার এবং বিস্ময়কর তথ্য। আপনাদের সাথে আজ ফেসবুকের কিছু তথ্য সংকলন করে লিখলাম। চলুন জেনে নেই প্রাণের প্রিয় ফেসবুকের সেই অবাক করা কিছু তথ্যঃ
    বলুন তো, ফেসবুকের রং নীল কেন? কারণ, মার্ক জাকারবার্গ আংশিক বর্ণান্ধ। নীল রংটাই তিনি সবচেয়ে ভালো দেখতে পান।

সবুজ, লাল-- এসব রঙের পার্থক্য তিনি ধরতে পারেন না। ২০০৬ সালে ক্রিস পুটনাম নামের এক ব্যক্তি ফেসবুক হ্যাক করেছিলেন। ফলাফল? পরদিন সকালেই তিনি ফেসবুকের প্রধান কার্যালয়ে চাকুরী পেয়েছিলেন। ফেসবুকের নাম যখন শুরুতে 'দ্য ফেসবুক' ছিল, নামের পাশেই একজন মানুষের অস্পষ্ট ছবি চোখে পড়ত। ছবিটি বিখ্যাত অভিনেতা-পরিচালক আল পাচিনোর।ফেসবুকের ইউআরএলের শেষে /4

লিখলেই আপনি পৌঁছে যাবেন মার্ক জাকারবার্গের প্রোফাইলে। লিঙ্কঃ www.facebook.com/4ফেসবুকে ভাষা নিরবাচনের ক্ষেত্রে আপনি চাইলে জলদস্যুদের ভাষাও সিলেক্ট করতে পারেন! ভাষা নির্বাচনের সময় সে ক্ষেত্রে আপনাকে English (Pirate) সিলেক্ট করতে হবে। ধরুন, এক সকালে আপনার ফেসবুকের মালিক হওয়ার শখ হলো। যদি ফেসবুক কিনে নিতে চান, খুব বেশি নয়- কমপক্ষে ৪০ বিলিয়ন ডলার থাকতে হবে

আপনার পকেটে ! হাহাহাআহা... ফেসবুকের চেহারা কদিন পরপর বদল করলেও, মার্ক জাকারবার্গ তাঁর টি-শার্ট বদল করার সময় পান না। এক ধূসর রঙের টি-শার্টটি গায়ে দিয়ে তিনি দিনের পর দিন পার করে দেন ! বিস্ট নামে জাকারবার্গের একটি পোষা কুকুর আছে। ফেসবুকে কুকুরটির ফলোয়ার সংখ্যা দেড় কোটির বেশি ! মার্ক জাকারবার্গকে ফেসবুকে ব্লক করা যায়না!ফেসবুকে তারকাদের মাঝে যুক্তরাষ্ট্রের গায়িকা রিয়ান্নার ভক্ত সংখ্যা সবচেয়ে বেশি (প্রায় আট কোটি ৪৬ লাখ)। পরের স্থানে আছেন যথাক্রমে এমিনেম (প্রায় আট কোটি সাত লাখ) এবং শাকিরা (প্রায় সাত কোটি ৮২ লাখ)।

অনলাইনে বিভিন্ন বিশ্বস্ত সুত্র থেকে (ইংরেজি থেকে অনুবাদ) সংগ্রহ করে আপনাদের সাথে এই বিস্ময়কর তথ্যগুলো শেয়ার করলাম।
Read More »

ওয়েব সাইট বা ব্লগের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি ৫ মিনিটে !

অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে চান? প্রোগ্রামিং জানেন না? সমস্যা নেই, আজ আপনি নিজের হাতেই তৈরি করবেন অ্যান্ড্রয়েড অ্যাপস মাত্র ৫ মিনিটে ! 


কি অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। আজ অনলাইনে একটি ওয়েব সাইট খুঁজে পেলাম অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করার। Apps Geyser নামের এই ওয়েবসাইট আপনাকে বিভিন্ন প্রকার অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরির সুযোগ দিচ্ছে কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জ্ঞান ছাড়াই সম্পূর্ণ ফ্রি! প্রথমেই চলুন দেখে নেই কি কি বৈশিষ্টের অধিকারী এই Apps Geyser সাইট?

  • অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি সম্পূর্ণ ফ্রি! তবে চাইলে অর্থ ব্যয় করেও প্রিমিয়াম অ্যাপস তৈরি করতে পারবেন।
  • Apps Geyser আপনাকে বিভিন্ন প্রকার অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করে দিবে। যেমনঃ ওয়েব সাইট, ব্লগ সাইট, টেলিভিশন, ব্রাউজার, ওয়ালপেপার, বই এবং আরও অনেক ধরনের অ্যাপস।
  • এইচটিএমএল৫ সাপোর্টেড। 
  • আপনার তৈরিকৃত অ্যাপসে অ্যাড বা বিজ্ঞাপন বসিয়ে আয় করতে পারবেন। তবে আয়ের একটা নির্দিষ্ট অংশ Apps Geyser সাইট নিয়ে নিবে।
  • অ্যাপস ডাউনলোড করার ডাইরেক্ট লিংক। 
  • এছাড়া আরও অনেক কিছু...
আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে, এই সাইটে আপনি বিভিন্ন প্রকার অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারবেন। তবে শিরোনাম দেখে নিশ্চয়ই আরও বুঝতে পেরেছেন আমি আজ শুধুমাত্র আপনার ওয়েব সাইট বা ব্লগ সাইটের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি নিয়ে আলোচনা করব। সময় পেলে অন্যান্য অ্যাপস গুলো তৈরির টিউটোরিয়াল গুলোও অন্যদিন পোস্ট করব। তবে আজ চলুন ওয়েব সাইট বা ব্লগ সাইটের জন্য কিভাবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপস পাঁচ মিনিটেরও কম সময়ে তৈরি করা যায় তা দেখে নেইঃ

  • প্রথমে এখানে ক্লিক করে সাইটে প্রবেশ করুন।
  • কয়েকটি ঘর সম্বলিত একটি ফরম দেখতে পারবেন। 
  • এখানে যথাক্রমে Website URL, App name, Description ঘরে আপনার সাইটের অ্যাড্রেস, অ্যাপস এর নাম আপনার পছন্দমত এবং অ্যাপসের কিছু বিবরন দিয়ে Refresh preview ক্লিক করুন। এতে আপনি আপনার অ্যাপসের পূর্বরূপ দেখতে পারবেন। এছাড়াও আপনি আপনার সাইটের ফেভিকনও আপলোড দিতে পারবেন।
  • এখন CREATE APP ক্লিক করুন।
  • এবার একটি পেজ আসবে সেখানে প্রয়োজনীয় নানা তথ্য যেমনঃ নাম, ইমেইল ইত্যাদি অর্থাৎ সাইন আপ করতে যা যা লাগে সেগুলো দিয়ে সাইন আপ করুন।
  • এরপর আপনি আপনি আপনার অ্যান্ড্রয়েড অ্যাপসের ডাউনলোড লিংক পেয়ে যাবেন। সেটি দিয়ে ডাউনলোড করে আপনি নিজে আগে ব্যবহার করে যাচাই করে নিন। 
  • তারপর পছন্দ হলে আপনার সাইটের অ্যাপস ডাউনলোড লিংক বিভিন্ন জায়গায় শেয়ার বা প্রকাশ করুন। 
আমার তৈরি করা ব্লগার মারুফ ডট কম এর অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করতে ভুলবেন না কিন্তু! আর এই পোস্ট এতোটুকু ভালো লেগে থাকলে কিংবা আপনার কাজে এসে থাকলে আমাকে জানাতে ভুলবেন না।
Read More »

পাসওয়ার্ড প্রোটেক্টেড লিংক তৈরি করুন ফ্রি মাত্র কয়েক সেকেন্ডে

অনলাইন যুগে নিরাপত্তা একটি অত্যাবশ্যকীয় বিষয়। সময়ের প্রয়োজনে আমাদের শেয়ার করা ফাইল কিংবা ওয়েব পেজের কোন একটি পাতা বা লিংক অনেক সময় পাসওয়ার্ড প্রোটেক্টেড হওয়ার প্রয়োজন পড়ে। আজ আপনাদের এই প্রয়োজনে নিয়ে এসেছি পাসওয়ার্ড প্রোটেক্টেড লিংক তৈরির একদম সহজ পদ্ধতি। যা আপনি তৈরি করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডে!

এখন চলুন জেনে নেই কিভাবে আপনি পাসওয়ার্ড প্রটেক্টেড লিংক তৈরি করবেন? নিচের ছোট ধাপগুলোর মাধ্যমে আপনি পাসওয়ার্ড প্রটেক্টেড লিংক বানাতে পারবেন।
  • এই পোস্টের শেষের দিকে একটি বক্স দেখতে পারবেন। আর আপনি এই বক্সের মাধ্যমেই পাসওয়ার্ড প্রটেক্টেড লিংক তৈরি করবেন।
  • প্রথমে বক্সটির প্রথম ঘরে আপনি যে লিংককে পাসওয়ার্ড দিতে চান সেটি লিখুন।  আমি দিয়েছি 
  • দ্বিতীয় ঘরে আপনি আপনার কাংখিত পাসওয়ার্ড দিন যেটি দিয়ে সেই লিংকে প্রবেশ করতে হবে। আমি পাসওয়ার্ড হিসেবে দিয়েছি  
  • সবশেষে ক্যাপচা কোডটি পূরণ করে Shorten বাটন ক্লিক করুন।
  • এবার পেয়ে যাবেন একটি ছোট লিংক। আর সেই লিংকই হল পাসওয়ার্ড প্রোটেক্টেড। এই লিংকে গেলে সেই পাসওয়ার্ড চাইবে এবং পাসওয়ার্ড সঠিকভাবে দিয়ে এন্টার চাপলে সেই কাংখিত ওয়েব পেজে নিয়ে যাবে। 

With thinfi you can convert a long tricky url into a short and simple one. You may be aware of the existence of several similar sites and therefor I have created something new.

With thinfi you can convert Internationalized Domain Names and alsoadd password protection to all your links.

Contact me at contact[a]ducedo.com if someone is abusing this service



Read More »

ভালোবাসা সম্পর্কে ৮টি বিচিত্র মজার তথ্য

বলা হয়ে থাকে ভালোবাসার কোন নির্দি‌ষ্ট সংজ্ঞা কিংবা নিয়ম-নীতি নেই। ভালোবাসা এমন একটি অদৃশ্য ব্যাপার যা প্রতিটি মানুষের জীবনে কাঙ্ক্ষিত। ভালোবাসা বিহীন জীবন যেন মরুভূমিতে একলা পথিকের মতই, যে কিনা তৃষ্ণার্ত‌ থাকে একটু ভালোবাসা পাবার আশায়। ভালোবাসা নিয়ে গান/কবিতার/উপন্যাসেরও শেষ নেই এই পৃথিবীতে। চলুন তাহলে ভালোবাসা নিয়ে কিছু মজার তথ্য জানা যাক। এই সকল তথ্যগুলো অনেক গবেষণা এবং জরিপের ফলাফল।


১. আপনি জানেন কি, ‘love’ শব্দটির উৎপত্তি কোথায়? “love” শব্দটি এসেছে সংস্কৃত ‘lubhyati’ (লুভায়াটি) থেকে। এর অর্থ হচ্ছে ইচ্ছা। এই শব্দটির ব্যবহার সব চাইতে বেশি মিউজিক জগতে। 

২. একজন মানুষ কতবার প্রেমে পড়ে জানেন কি? বিয়ের আগে ও পরের হিসাবও কিন্তু বেশ ভিন্ন। বিভিন্ন গবেষণা এবং পরিসংখ্যানে দেখা গিয়েছে যে, প্রত্যেক ছেলে মানুষ বিয়ের আগে অন্তত ৭ বার প্রেমে পড়েন এবং মেয়েরা পড়েন ৪ বার। 

৩. বিয়ের আঙটি কোন আঙুলে পড়ানো হয় জানেন তো। খেয়াল করে দেখবেন বিয়ের আঙটি সব সময় অনামিকা আঙুলে পড়ানো হয়। এর কারণটা কি জানেন? এর কারণ হচ্ছে অনামিকা আঙুলের সাথে আমাদের হৃৎপিণ্ডের এর সংযোগ রয়েছে বলে ধরা হয়। যদিও মজার ব্যাপার হচ্ছে, ভালোবাসার ক্ষেত্রে হৃৎপিণ্ডের কোনো ব্যবহারই নেই!


৪. যখন একটি দম্পতি এবং প্রেমিকজুগল সামনে থাকেন তখন অনেক মেয়েই ছেলেটি বেশি সুন্দর হলে মনে মনে ভাবেন- “ছেলেটি এই মেয়েটাকে কেন পছন্দ করল!” জানেন কি, ছেলেদের আগ্রহ কোন মেয়েদের প্রতি বেশি থাকে? জরিপে দেখা যায় ছেলেরা সেই সব মেয়েদের প্রতি বেশি আগ্রহী যারা সুন্দর করে হাসতে জানেন। 

৫. সকালে অফিস যাওয়ার আগে অনেক দম্পতিরা একে অপরকে চুম্বন করে ভালোবাসা প্রকাশ করে থাকেন। কিন্তু এটি শুধুমাত্র ভালোবাসা প্রকাশের সাথেই সম্পর্ক যুক্ত নয়। হেলথ এক্সপার্টদের মতে যে স্বামী-স্ত্রী তার সঙ্গীকে প্রতিদিন সকালে চুম্বন করেন সে অন্যদের চেয়ে পাচঁ বছর বেশি বাচেঁন। 

৬. যারা নতুন নতুন প্রেমে পড়ে তাদের দেহে সেরেটোনিন নামক এক প্রকার হরমোন উৎপন্ন হওয়া কমে যায়। সেরেটোনিন আমাদের মন খুশি রাখার জন্য দায়ী একটি হরমোন। যার ফলে মন কিছুটা উদাস থাকে বা বিষণ্ণতায় ভোগে! 

৭. বেশিরভাগ সাধারণ প্রেমের সম্পর্কের ভাঙন হয়ে থাকে সম্পর্ক গড়ার মাত্র ৫-৬ মাসের মধ্যে। 

৮. প্রকৃত প্রেমিক চিনতে অনেক মেয়েরাই ভুল করে থাকেন। তাদের জন্য একটি জরিপ করা হয় ২০১২ সালে। সেই জরীপে দেখা যায় যারা প্রকৃত প্রেমিক তারা চুম্বন করার সময় ডান গাল থেকে চুম্বন শুরু করেন।
Read More »

Bangladesh National id card Checker


Bangladesh National id card Checker জাতীয় পরিচয়পত্র- voter/NID id card Verify

রেজিঃ করা হয়ে গেলে পৃথিবীর যেকোন জায়গা থেকেই ভেরিফাই করে যে কাইকে দেখাতে পারবেন আপনার পরিচয় 

Bangladesh National id card Checker এর জন্য  ই-মেইল,মোবাইল নং দিন, এনআইডি ঘরে আপনার বার্থ ইয়ার দিয়ে হুবহু আইডি নাম্বার লিখুন, এবার জন্ম তারিখ লিখুন, পাসওয়ার্ডের ঘরে ইংরেজীর বড় একটি অক্ষর, একটি ছোট আর একটি সংখ্যা দিতেই হবে আগে পরে। আপনার পাসওয়ার্ড সারাজীবন সংরক্ষন করবেন এজন্য পাসওয়ার্ড বিভিন্ন জায়গায় লিখে সংরক্ষন করুন । সাবমিটে ক্লিক করার পরপরই আপনার মোবাইলে একটি মেসেজ কোড আসবে। এবার কোডটা বসিয়ে দিন ব্যস হয়ে গেল আপনার এনআইডি ভেরিফাই রেজিষ্ট্রেশন। বাংলাদেশ থেকে একবার রেজিষ্ট্রেশন করা হয়ে গেলে পৃথিবীর যেকোন জায়গা থেকেই ভেরিফাই করে যেকাউকে দেখাতে পারবেন আপনার পরিচয় পত্র। Register Now C

  • *Name
  • *Father Name and  Father NID
  • *Mother Name Mother NID
  • Year of Death (if applicable)
  • Spouse Name      Not Applicable
  • *Date of Birth
  • *Place of Birth (District)
  • *Gender:
  • *Marital Status:
  • *Education:
  • *Profession:Disability (if any):    Blind    Deaf    Mute    Physical    Others
  • Unique Identification Mark
  • Blood Group (if known):
  • *For which address you want to be a voter
  • Present Address
  • Permanent Address
  • Driving License/ Passport No. (if applicable)
  • Telephone No. (if applicable)
  • *Mobile No
  • *Religion:

Read More »

ঘরে বসেই পাসপোর্ট করবেন যেভাবে

যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। কিছুদিন আগেও পাসপোর্ট তৈরি করার বিষয়টি অত্যন্ত ঝামেলার ছিল, আজকাল আর তেমন নেই। পুরো প্রক্রিয়াটি বেশ সহজ হয়ে এসেছে এবং আপনি এখন চাইলে খুব সহজে নিজের ঘরে বসেই পাসপোর্ট তৈরি করার প্রাথমিক কাজগুলো করে ফেলতে পারবেন। এতে দুটো উপকার হয়। প্রথমত আপনার সময় বাঁচে, দ্বিতীয়ত অহেতুক অনেক দৌড়াদৌড়ির হাত থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও দালালদের ওপরে আর নির্ভরশীল হতে হয় না। আসুন, জেনে নেই অনলাইনে পাসপোর্ট তৈরি করার পুরো প্রক্রিয়াটি।
পাসপোর্ট ফরম পূরণ-
-অনলাইনে পাসপোর্টের ফরম পূরণ করার জন্য প্রথমে যেতে হবে www.dip.gov.bd এই ঠিকানায়।
-হোম পেইজের ডান পাশে Service বক্সে Apply online for mrp এই অংশে ক্লিক করার পর পাসপোর্ট-সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা আসবে। Continue to online enrollment ট্যাবে ক্লিক করলে অনলাইন অ্যাপ্লিকেশন ফরমটি আসবে। এই ফরমে যেসব তথ্য চাওয়া হয়েছে সেসব তথ্য দিতে হবে।
-তবে ফরমের ঠিক ওপরের অংশ Delivery Type-এর নিচে Supporting Document নামে যে আলাদা একটি বক্স রয়েছে। সাধারণ নাগরিক সেটি পূরণ করবে না। সরকারি কর্মকর্তা, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী কর্মকর্তা/কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের এটি পূরণ করতে হয়।
-Passport Type অংশে সাধারণ নাগরিকদের জন্য ordinary সিলেক্ট করতে হবে।
-Delivery Type অংশে ৩০ দিনের জন্য হলে Regular এবং ১৫ দিনের জন্য হলে Express সিলেক্ট করতে হবে।
এবার একটু সশরীরে দৌড়াদৌড়ি-
-একই ঠিকানায় আর একটি নতুন ফরম আসবে। এ ফরমটি পূরণ করতে হলে আগে থেকেই নির্ধারিত ব্যাংকে পাসপোর্টেরজন্য ফি হিসাবে টাকা জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে। সেই রশিদ নম্বর দিয়ে এ ফরম পূরণ করতে হয়।
-আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে প্রিন্ট নিয়ে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে জমা দিতে হবে।
-আবেদনপত্রটি ভেরিফিকেশন করে দায়িত্বরত কর্মকর্তা আবেদনপত্র যাচাই করে সিলসহ স্বাক্ষর করবেন।
-পাসপোর্ট অফিসেই খোলা আছে বেশ কয়েকটি বুথ। এসব বুথেই জমা দিতে হবে।
-আবেদনপত্রটি জমা দেওয়ার সময় পাসপোর্ট অফিসের দায়িত্বরত ব্যক্তি আপনার তথ্যগুলো কম্পিউটারে এন্ট্রি করে রাখবেন।
-এরপর তিনি আপনাকে একটি টোকেন দেবেন।
-টোকেনসহ আবেদনপত্রটি নিয়ে ছবি তোলার জন্য নির্ধারিত কর্মকর্তার কাছে যেতে হবে।
-জাতীয় পরিচয়পত্রের জন্য যেভাবে ছবি তোলা হয়েছিল, এখানেও একইভাবে নির্দিষ্ট মাপের ছবি তোলা হবে। মনে রাখবেন, সাদা কাপড়ে ছবি তোলা যাবে না।
-ইলেকট্রনিক মেশিনে দুই হাতের আঙুলের ছাপ দিতে হবে।
-এরপর নেওয়া হবে ইলেকট্রনিক স্বাক্ষর।
-এই প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষ আবেদনপত্রটি রেখে দিয়ে পাসপোর্ট সংগ্রহের জন্য আপনাকে একটি আলাদা ডকুমেন্ট দেবে। পাসপোর্ট সংগ্রহ করার তারিখও জানিয়ে দেবেন।
-আবেদন ফরম জমা দেওয়ার সময় আবেদনকারীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। সংগ্রহ করার সময় নিজে না থাকলেও চলবে।
অনলাইনে পাসপোর্ট চেকিং-
নির্ধারিত ডেলিভারি তারিখে পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন কি না তা অনলাইনে জানতে পারবেন।
বিস্তারিত : www.immi.gov.bd/passportverify.php
আজএইপর্যন্তই।
Read More »

রেডিও টুডে বাংলা রেডিও স্টেশন


Read More »